কোহলির ব্যাটে সিরিজ সমতায় ভারত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়া সফরের শুরুতে টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের চেয়ে বেশি রান করেও বৃষ্টি আইনে হেরে যায় ভারত। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ব্যাট করলেও বৃষ্টির কারণে ব্যাটিং করতে পারেনি ভারত। যে কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।

রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে পরাজিত করে ভারত। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ড্র করে বিরাট কোহলির দল।

এদিন আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে স্বাগতিক অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন ওপেনার ডরচি শর্ট। এছাড়া ২৮ ও ২৭ রান করে করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও অ্যালেক্স কেয়ারি। ১৫ বলে ২৫ রান করেন মার্কাস স্টোনিস। ভারতের হয়ে ৪ ওভারে হার্দিক পান্ডিয়ার ভাই কুরুনাল পান্ডিয়া নেন ৪ উইকেট।

টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের দুই বল আগে ৬ উইকেটে জয় নিশ্চিত করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। তার ইনিংসটি ৪১ বলে চারটি চার ও দুটি ছক্কায় সাজানো। এছাড়া ২২ বলে ৪১ রান করেন শিখর ধাওয়ান। ২৩ রান করেন রোহিত শর্মা। ১৮ বলে ২২ রান করেন দিনেশ কার্তিক।

আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে।