কোহলির ফেলে যাওয়া দলকে যেভাবে গড়ে তুলবেন রোহিত

ভারতের টি-টোয়েন্টি দলে বিরাট কোহলি যুগের অবসানের পর নতুন দায়িত্বভার নিয়েছেন রোহিত শর্মা। যিনি আইপিএলে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে দারুণ সফল। আগামী বুধবার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে তার প্রথম মিশন। একই সিরিজ দিয়ে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন নতুন কোচ রাহুল দ্রাবিড়। এর আগে আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে রোহিত জানালেন, তিনি কীভাবে দলকে এগিয়ে নিতে চান।

রোহিত বলেন, ‘এটা ঠিক যে আমরা গত কয়েকটি আইসিসি টুর্নামেন্ট জিততে পারিনি। দল হিসেবে সব সময় ভালো খেলার চেষ্টা করলেও আসল মঞ্চে ব্যর্থ হয়েছি। কারণ কিছু জায়গায় শূন্যতা ছিল। ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টে সাফল্য পেতে হলে সেই জায়গাগুলো ভরাট করতে হবে। আর এটা দল হিসেবে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অবশ্য সেটা করার জন্য নিজেদের আলাদা মানদণ্ড তৈরি করতে হবে। অন্যরা কে কী করছে সেই দিকে তাকিয়ে থাকলে হবে না।’

কোহলি-শাস্ত্রী যুগে ভারতীয় দল একাধিক আইসিসি টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরেছে। এর মধ্যে সর্বশেষ সংযোজন ছিল সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই লজ্জাজনক বিদায় রোহিত প্রকাশ্যে মুখ না খুললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে দলের মধ্যে ঝামেলা ছিল। রোহিত আরও বলেন, ‘শুধুমাত্র এক কিংবা দুজন নয়। সবার দিকেই নজর আছে। সবাইকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে। দলের প্রয়োজনে যে কোনও সময় যে কোনও তরুণকে এগিয়ে আসতে হবে। এই নীতি নিয়ে এগোতে চাই।’

ভারতীয় দলের দুই সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় আর মহেন্দ্র সিং ধোনি ড্রেসিংরুমে সবাইকে মন খুলে কথা বলার সুযোগ দিয়েছিলেন। রোহিতও সেই পথে হাঁটতে চান, ‘রাহুল ভাই ও আমি তরুণদের নিয়ে কাজ করতে চাই। এবং ওদের কথা মন দিয়ে শুনতে চাই। আমরা বিশ্বাস করি এই স্তরে যারা খেলতে আসছে তারা সবাই দক্ষ। তাছাড়া একজন তরুণ যদি ড্রেসিংরুমে নিজের মনের কথা, দলের উন্নতির কথা মন খুলে বলতে চায় তাহলে সেটা তো আমাদের জন্যও ভালো। এই স্বাধীনতা জুনিয়রদের দিলে ওরাও মন খুলে দলের সেবা করতে পারবে।’

 

সূত্রঃ কালের কণ্ঠ