কোহলিদের থেকে শিখেছি : জো রুট

সিল্কসিটিনিউজ ডেস্ক: ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ হারের পর কোহলিদের প্রশংসায় মেতেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। প্রথম ম্যাচে হারের পর বাকি তিন ম্যাচেই জয় তুলে নেন বিরাট কোহলিরা। ৩-১ ব্যবধানে সিরিজ জয়ের মাধ্যমে ভারত পৌঁছে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

রুট ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে লেখেন, ‘আমরা এই সফর থেকে অনেক কিছু শিখলাম। আমরা প্রত্যেকেই নিজেদের উন্নতি করার চেষ্টা করে যাব। অভিনন্দন অসাধারণ ভারতীয় দলকে সিরিজ জেতার জন্য। আর ধন্যবাদ আমাদের দারুণভাবে আপ্যায়ন করার জন্য’।

আহমেদাবাদে চতুর্থ টেস্টে শুধু ড্র করলেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যেত। কিন্তু ঘূর্ণি উইকেট বানিয়ে রুট বাহিনীকে সহজেই ইনিংস ও ২৫ রানে হারিয়ে দেয় কোহলি অ্যান্ড কোং। তবে প্রথম টেস্টে ভারতকে ২২৭ রানে হারতে হয়েছিল। ভারতের হয়ে অসাধারণ বোলিং করেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আর অক্ষর পটেল।