রবিবার , ১৯ মার্চ ২০১৭ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কোর্টে না নেমে সেমিতে ফেদেরার

Paris
মার্চ ১৯, ২০১৭ ৭:২৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন)শিরোপার পথে আরও একধাপ এগিয়েছেন রজারফেদেরার। দুর্দান্ত জয়ে টুর্নামেন্ট শুরু করা রজার ফেদেরারশেষ আটের লড়াইয়ে কোর্টে না নেমেই সেমিফাইনালে পৌঁছেছেন।

 

কোয়ার্টার ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ হিসেবে ছিলেন ২১ বছর বয়সী অস্ট্রেলিয়ার তরুণ তারকা নিককিরগিওস।

খাদ্যে বিষক্রিয়ার কারণে নাম প্রত্যাহার করে নেনকিরগিওস। ফলে সেমিফাইনালে জায়গা করে নেনফেদেরার। শেষ চারের লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাকসককে পেয়েছেন ফেদেরার।

এর আগে শেষ ষোলোয় ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসটেনিস গার্ডেনে সুইস কিংবদন্তি ফেদেরারের সামনেদাঁড়াতেই পারেননি স্প্যানিশ তারকা নাদাল। ৬-২, ৬-৩গেমের জয় তুলে নেন ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। শেষ৩২ এর ম্যাচে স্টিভ জনসনকে ৭-৬, ৭-৬ গেমে হারিয়েশেষ ষোলোতে নাম লেখান বছরের শুরুতে অস্ট্রেলিয়ানওপেনের শিরোপা জেতা ফেদেরার। সেবার ফাইনালেরমঞ্চে তিনি হারান নাদালকে।

এদিকে শিরোপা ধরে রাখার মিশনে ঘাম ঝরিয়েও জয় পাননি সাবেক বিশ্বসেরা নোভাক জোকোভিচ। টুর্নামেন্টের পাঁচবারের শিরোপা জেতা জোকোভিচ হেরেছেন ২১ বছরের তরুণ নিক কিরগিওসের কাছে। কোয়ার্টার ফাইনালে নাম লেখানোর ম্যাচে ৬-৪, ৭-৬ সেটে জয় তুলে নেন কিরগিওস।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - খেলা