কোরবানি ঈদ উপলক্ষে রাজশাহীতে মাংসের বাজারে স্বস্তি

আব্দুর রহিম:
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর মাংসের বাজারে মিলেছে স্বস্তি। গরু, খাসি, বয়লার মুরগিসহ সব ধরণের মাংশে দাম কমেছে তুলনামূলকভাবে। আজ শুক্রবার রাজশাহী নগরীর সাহেব বাজার ও পার্শ্ববর্তী উপশহর নিউমার্কেট বাজারে সরেজমিন ঘুরে  এ সব খবর পাওয়া যায়।

গরু মাংস প্রতিকেজি ৪৫০ টাকা, খাশির মাংস ৭০০ টাকা, বয়লার ১২০ টাকা, সোনালী ১৮০ টাকা, দেশী মুরগী ৩৪০ টাকা, পাতি হাস প্রতিকেজি ২২০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ইলিশ প্রতিকেজি রকমভেদে ১০০০-১২০০ টাকা, চিংড়ি প্রতিকেজি ছোট ৬০০-৭০০ টাকা, পবদা ৬০০, তেলাপুইয়া ১৫০-১৭০ টাকা, সিলভার কার্প ১১০-১২০ টাকা, রুই মাছ রকমভেদে ১৫০-২০০টাকা, মৃগেলমাছ ১৫০-১৮০টাকা, লাইলন টিকা ১৫০-১৭০টাকা।

এছাড়াও চালের বাজারে মিনিকেট ৫০-৫৫ টাকা, আটাশ ৪২-৪৫ টাকা, জিরাশাল ৫০ টাকা, বাসমতি ৬৫-৭০ টাকা, পায়জাম ৪৫-৫০ টাকা, নাজিরশাল ৬০-৬৫ টাকা, কাটারিভোগ ৭৫-৮০ টাকা, শর্ণা চাল ৪০টাকা, গুটিশর্ণা ৩৮ টাকা, কালজিরা আতব ৮০-৯০ টাকা, চিনিগুড়া আতব ৯০ টাকা, পায়জাম আতব ৫০-৬০টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে সব রকম শাকের দাম কমেছে। দাম কমে সকল ধরনের শাক প্রতিকেজি ১৫-২০টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমায় ক্রেতাদেরও মন ভাল । বাজার করতে আসা আব্দুর রাকিব বলছিলেন, কাঁচাবাজারে শাকের দাম কিছুটা কম হওয়ার কারণে ঈদের আগে ভালভাবে শাক খেতে পারা যাবে।

এছাড়াও আলু প্রতিকেজি ২০-২২ টাকা, বেগুন ৩০-৩৫ টাকা, কলা হালিপ্রতি ২০-২৫ টাকা, বরবটি ৪০ টাকা, টমেটো ১২০ টাকা, ধনিয়াপাতা ২০০ টাকা, সিম ১২০ টাকা, মুলা ৪০ টাকা, গাজর ৩৫-৪০ টাকা, কচু ৪০ টাকা, পেপে ২০ টাকা, চিচিংগা ২৫-৩০ টাকা, মিষ্টিকুমড়া প্রতিকেজি ২৫-৩০ টাকা, ঢেরশ ৪০ টাকা, পটল ৪০ টাকা, লাউ প্রতি পিচ ৩০ টাকা, করলা ২০ টাকা, শসা ৩০ টাকা।

এদিকে আসন্ন ইদুল আযহার কারণে মসলার বাজারে বিকিকিনি বেড়েছে বলে যানান আহমদ স্টোরের স্বত্তাধিকারী রানা। তিনি বলেন, সামনে কুরবানির ইদ হওয়ার কারণে বেচাকেনা একটু ভালই হচ্ছে। তবে যতটা আশা করেছিলাম ততটা হচ্ছে না।

তবে ঈদের প্রয়োজনীয় মসলা বিক্রি হচ্ছে জিরা প্রতিকেজি ৪০০-৪২০ টাকা, এলাচ ২০০০ টাকা, দারুচিনি ৩৫০ টাকা, গোলমরিচ ৪৫০-৫০০ টাকা, লবঙ্গ ১১০০-১২০০ টাকা, জাইফল ৮০০-১০০০ টাকা, পিয়াজ রকমভেদে ৩০-৫০ টাকা, রসুন ৮০ টাকা, আদা ১২০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা।
বোতলজাত সয়াবিন তেল প্রতিলিটার ৯৫-১০৫ টাকা, বোতলজাত সরিষা তেল ১৪৫-১৫০ টাকা, খোলা বাজারে সয়াবিন ৮০-৮৫ টাকা।

এছাড়া মশুর ডাল প্রতিকেজি ৬০ টাকা, মুগডাল ৯০-১১০ টাকা, কালাই ডাল ৮০টাকা, বুটের ডাল ৮০ টাকা, বোলডার ডাল ৪০টাকা।

স/শা