কোন মা যেনো সন্তান দ্বারা নির্যাতিত না হয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘা প্রতিনিধি :

যখন কোন সন্তান কোন বিষয়ে হতাশ হয়ে যায়, তখন মায়ের আঁচলের নিচে শান্তি খুঁজে পায় প্রতিটি সন্তান। পৃথিবীর সকল ’মা’ তার বিপথগামী সন্তানদের আগলে রাখেন। তাই কোন মা যেনো সন্তান দ্বারা নির্যাতিত না হয়। রোববার (৮ মে) দুপুরে বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ’মা’ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা বলেন।

উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত ’মা’ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। আয়োজিত সভায় বক্তব্য রাখেন, বাঘা থানা ওসি সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরীন আক্তার, সমাজ সেবা অফিসার নাফিক শরিফ, পল্লী উন্নয়ন অফিসার ইমরান আলী প্রমুখ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে অনেকই মা’কে হারিয়েছে। যারা মা’দের নির্মমভাবে হত্যা করেছে, তারা কখনো জান্নাতবাসী হতে পারবেনা। কোন মা যেনো কোন সন্তান দ্বারা নির্যাতিত না হয়, সে বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। বর্তমান সরকার দরিদ্র গর্ভবতী মা’দের জন্য মাতৃত্বকালীন ভাতা চাকুরীজীবীদের ৬ মাসের ছুটি ঘোষনা করেছেন। যা পৃথিবীর অন্য কোন দেশে নেই।
তিনি বলেন, সরকার নারীদের কর্মমুখি করতে নানা রকম প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন। এ প্রশিক্ষনের মাধ্যমে নারীরা এখন অনেকেই সাবলম্বী। ফলে অর্থনৈতিক দিক থেকে সারা বিশ্বে বাংলাদেশের নারীরা বর্তমানে দশম স্থান অধিকার করেছে।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের বাসায় উপজেলা, পৌর ও ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় করেন।

এস/আই