বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘কোনোভাবেই ফ্যাসিস্টদের এসব ফাঁদে পা দেওয়া যাবে না’

Paris
অক্টোবর ২, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান। কুঁড়েঘর ব্রান্ডের হয়ে নিয়মিত গান প্রকাশ করেন তিনি। তবে এসবের বাইরেও তিনি দেশের নানা দুর্যোগে ঝাঁপিয়ে পড়েন। সরব ছিলেন ছাত্র-জনতার আন্দোলনে।

নতুন করে দেশ সংস্কারে তিনি অবদান রেখে চলেছেন। তরুণদের করছেন উজ্জীবিত। যেমন আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে সতর্ক করলেন এই গায়ক। তিনি লেখেন, ‘আফসোস লীগ এবং গুজব লীগের মধ্যে এখন আমি মুখে মুখে যে দেশপ্রেম দেখতে পাই তা ইহকালে অন্য কারো মধ্যে দেখেছি কি না, আমার জানা নাই! ওরা এখন পান থেকে চুন খসে গেলেই দেশপ্রেম নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের মধ্যে বিভেদ ও বিরোধ সৃষ্টির চেষ্টা করে।

তিনি আরো লেখেন, ‘ক’ কে কলা এবং ‘তিল’ কে তাল বানিয়ে এর মধ্যে এক চিমটি লবণ আর এক বালতি গুজব যুক্ত করে তা সুন্দর করে রান্না করে সোশ্যাল মিডিয়াতে এসে কিছুটা দেশপ্রেম ঢেলে সেটা পরিবেশন করাই এখন তাদের একমাত্র বাড়ির কাজ। ওদের ধারণা, আমরা সবাই ঘাস খাই এবং এসব বুঝতে ব্যর্থ! কোনোভাবেই ফ্যাসিস্টদের এসব ফাঁদে পা দেওয়া যাবে না।’

পোস্টের শেষে তিনি লেখেন, ‘আমরা কখনোই কোনো ভুল কিংবা অপরাধের পক্ষে নই। তাই বলে হাতে-পায়ে ঘাঁ হলে, হাত-পা কেটে ফেলার চিন্তা না করে মলম দিয়ে সরানোর চিন্তা করাটা উত্তম।

মনে রাখবেন, একতা আমাদের বিজয় এনে দিয়েছিল এবং একমাত্র বিভেদ আমাদের ধ্বংস ডেকে আনতে পারে!’

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন