কোটা সংস্কারের প্রজ্ঞাপনের দাবিতে রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, রাবি:

কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে ক্লাস বর্জন এবং বিকাল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করে।

এর আগে দুপুর ৩টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল।

আন্দোলনকারীরা জানান, সারা দেশে কোটা সংস্কারের প্রজ্ঞাপনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করবে বলে কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়।

বিস্তারিত আসছে…