কোচের বিরুদ্ধে নারী কুস্তিগীরের ধর্ষণের অভিযোগ!

ক্রীড়াজগতে আবারও ধর্ষণের অভিযোগ উঠেছে। ভারতের এক নারী কুস্তিগীর তার কোচ তথা সিআরপিএফের এক কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। ৩০ বছরের ওই নারীর অভিযোগ কোচ সুরজিত সিং ও ডিআইজি খাজান সিংয়ের বিরুদ্ধে। ধর্ষণ, যৌন হয়রানি এবং ভয় দেখানোর অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে দিল্লির নজফগড়ের বাবা হরিদাস থানায় ৩ ডিসেম্বর এফআইআর করা হয়েছে। যার ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

অভিযোগে বলা হয়েছে, ‘সুরজিৎ সিং এবং খাজান সিং সিআরপিএফের মধ্যে একটি যৌন র‍্যাকেট চালান। তাদের সঙ্গে আরও অনেকে যুক্ত। তারা নারী কনস্টেবলদের যৌন হেনস্থা করেন। ২০১২ সালে আমি কেন্দ্রীয় কুস্তি দলে যোগ দিয়েছিলাম। সেখানে কোচ সুরজিত সিং আমাকে এবং দলের বহু মেয়েকে যৌন নির্যাতন করেন। অনুশীলনের নামে মেয়েদের খারাপ ভাবে স্পর্শ করতেন তিনি। দলের মেয়েদের আলাদা ভাবে দেখা করার নির্দেশ দিতেন। ফোনে অশ্লীল মেসেজ পাঠাতেন।’

অর্জুন পুরস্কারপ্রাপ্ত খাজান ১৯৮৬ সালে এশিয়ান গেমসে সাঁতারে ভারতকে রুপা এনে দিয়েছিলেন। তিনি আরও অভিযোগ করেন যে, ‘আমাকে ডিউটির আগে একা দেখা করতে বলেছিলেন। তার উদ্দেশ্য একেবারেই ভালো ছিল না। খাজান সিংয়ের কথাতেই কাজ করেন সুরজিত সিং। দলের মেয়েদের বাধ্য করা হতো খাজানের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে। তিনিও আমাকে অশ্লীল মেসেজ পাঠাতেন। ফোন করে আমার সঙ্গে অশ্লীল কথা বলারও চেষ্টা করেন তিনি।’

সূত্র: কালের কন্ঠ