কোচিং-এ যাবার কথা বলে নিখোঁজ হয় হাসান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকার কল্যাণপুরে একটি ‘জঙ্গি আস্তানায়’ আজ নিরাপত্তা বাহিনীর চালানো যে অভিযানে নয়জন জঙ্গি নিহত হয়েছে, তাতে আরো একজন গুলিতে আহত অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে আহত এই যুবকের নাম রাকিবুল হাসান ওরফে রিগেন। তার বাড়ি বগুড়ায় এবং সে এক বছর ধরে নিখোঁজ ছিল।

হাসান এখন আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানাচ্ছেন, থানার রেকর্ডপত্র ঘেঁটে দেখা যায়, তার নিখোঁজ হবার সময় একটি জিডি করা হয়েছিল। সেখানে থাকা ছবি মিলিয়ে তাকে সনাক্ত করা হয়।

হাসানের মা মোসাম্মৎ রোকেয়া আখতার পেশায় একজন নার্স। বিবিসি বাংলাকে তিনি জানান, হাসান ২০১৫ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবার পর মেডিক্যাল কলেজে ভর্তির জন্য একটি কোচিং সেন্টারে যাচ্ছিল।

এক বছর আগে সে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। কোচিং সেন্টারে যাবার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরে নি।

“তার আর কোন খবরই পাওয়া যায়নি। কোন যোগাযোগই করে নি।”

এর পর থানায় জিডি করার পাশাপাশি র‍্যাব-পুলিশের কাছে প্রায়ই খোঁজ নিতেন তার মা রোকেয়া আখতার। পুলিশের পক্ষ থেকে শুধু বলা হতো, তারা চেষ্টা করছেন।

“আমার ছেলে খুব নরম-সরম, ভদ্র। লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকতো। তার সাথে কারো কোন রাগারাগিও হয় নি। কে যে তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে গেল বুঝতে পারছি না” – বলছিলেন তিনি।

টিভিতে এ ঘটনার খবর দেখার পর পুলিশ তাদের বাড়িতে এলে তিনি জানতে পারেন তার ছেলে ঢাকায় ধরা পড়েছে।

রোকেয়া আখতার বলেন, তার ছেলে জঙ্গী তৎপরতায় জড়িত হতে পারে বা খারাপ পথে যেতে পারে এমন কথা তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না।

সূত্র: বিবিসি বাংলা