কৈ মাছের ওজন এক কেজি!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চটচটে কৈ ভাজার কথা শুনলে জিভে জল এসে যায়। পুরনো বড় সাইজের কৈ মাছের দেখা মেলা ভার। কালের গর্ভে হারিয়ে গেছে বলা চলে।

তবে পাক্কা এক কেজি ওজনের একটি কৈ মাছ পাওয়া গেছে বাগেরহাটে। চিতলমারী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শনিবার হাটের দিনে কৈ মাছ বিক্রি করতে দেখা গেছে।

হাটে বেশ কিছু বড় কৈ মাছ ওঠে। তবে সবচেয়ে বড়টির ওজন এক কেজি। অন্যগুলো ৩০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম ওজনের।

তবে কৈগুলো দেশি কৈ নয়; সব চাষের। চাষের হলেও এক কেজি সাইজের কৈ মাছ পাওয়া দুষ্কর।

এ জন্য হাটে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। একটি কৈ মাছ ৪০০ থেকে ৮০০ টাকা দাম হাঁকা হয়।

স্থানীয় মৎস্য শিকারি সাঈদ গাজী জানান, মাঠে একটি ডোবা সেচ দিয়ে এ কৈ মাছ ধরেছেন তিনি। এ বছর বিল, নদী ও খালে প্রচুর কৈ পাওয়া যাচ্ছে। তবে এগুলো বেশিরভাগই হাইব্রিড জাতের।

স্থানীয় মৎস্য কর্মকর্তা আল মামুন জানান, এগুলো থাই প্রজাতির হাইব্রিড কৈ। আকারে এ প্রজাতির কৈ খুবই বড় হয়ে থাকে। এটি একসময় এলাকায় ব্যাপক চাষ করা হতো।

স্থানীয়রা জানান, এতবড় কৈ তারা কখনও দেখেননি। এক কেজির কৈ ভাবাই যায় না।