কে বেশি প্রভাবশালী? ধোনি নাকি কোহলি?

এই দশকে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার নাকি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এমনটাই মনে করেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি নন, তার মতে প্রভাব বিস্তারে কোহলিই এগিয়ে। কিন্তু গাভাস্কারের সঙ্গে যদিও একমত হতে পারছেন না অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেডেন।

২০০৮ সালে অভিষেক হয় কোহলির। দীর্ঘ ১২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তিনি ২৫১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২৪২টি ইনিংস খেলে তাঁর রান ১২০৪০। আছে ৪৩টি সেঞ্চুরি এবং ৬০টি হাফ সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে কোহলির স্ট্রাইক রেট ৯৩.২৪ এবং গড় ৫৯.৩১। গাভাস্কার বলেন, ‘সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার বেছে নিতে হলে আমি শুধু রান বা উইকেট দেখব না। দলের জয়ে কতটা কার্যকরী সেই ক্রিকেটার, সেটা প্রাধান্য পাবে। সেই দিক দিয়ে আমার কাছে এগিয়ে থাকবে বিরাট।’

অন্যদিকে গাভাস্কারের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন ম্যাথু হেডেন। তিনি মনে করেন ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া মহেন্দ্র সিং ধোনিই সব চেয়ে প্রভাবশালী। গত আগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়া ধোনিকে এগিয়ে রেখে হেডেন বলেন, ‘আমার মনে হয় বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি জেতা খুব বড় ব্যাপার। ধোনি শুধু বড় অধিনায়কই নয়, মিডল অর্ডারে ভারতের বড় ভরসাও ছিল।’

সূত্র: কালের কন্ঠ