কেশরহাটে নৌকার নির্বাচনী সভায় হাতবোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটের পৌরসভার হরিদাগাছি মহল্লায় নৌকার নির্বাচনী কর্মীসভায় তিনটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তবে আহতের খবর পাওয়া যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত ৯ টার দিকে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড হরিদাগাছির মধ্যপাড়ায় নৌকা মার্কা প্রতিকের প্রার্থী শহিদুজ্জামানের নির্বাচনী সভা চলছিল। সভায় প্রধান অতিথি- মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালামের বক্তব্যকালে মঞ্চের পছনে তিনটি হাতবোমা বিস্ফোরিত হয়। এসময় মঞ্চে থাকা নেতাকর্মীসহ সামনের বসা নারী-পুরুষ আতঙ্কিত হয়ে ছুটাছুটি করতে থাকে।

এতে করে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টার জনগণকে স্বাভাবিক থাকার জন্য অনুরোধ জানায়। খবর পেয়ে মোহনপুর থানার ওসি তোহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আওয়ামীলীগের পৌর কার্যালয় হতে একটি প্রতিবাদ মিছিল বের করে বাজারের সড়ক-মহাসড়ক করে আওয়ামীলীগ কার্যালয়ে শেষ করে।

ওসি তোহিদুল ইসলাম আরও জানান, এই ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।