কেপটাউনে ‘অন্যরকম’ সেঞ্চুরি কোহলির

দক্ষিণ আফ্রিকায় অন্যরকম এক রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট চলছে কেপটাউনে। আর সেখানেই ক্যারিয়ারের ৯৯ তম টেস্ট খেলতে নেমে ক্যাচের সেঞ্চুরি করে ফেললেন ভারতের টেস্ট দলের অধিনায়ক কোহলি। তিনি ষষ্ঠ ভারতীয় প্লেয়ার যিনি উইকেটকিপার না হয়ে এই রেকর্ড গড়লেন।

কেপটাউন টেস্টের দ্বিতীয় দিন ক্যাচের সেঞ্চুরি করলেন কোহলি। ৫৫.২ ওভারে টেম্বা বাভুমা ও কেগান পিটারসেন জুটি ভাঙেন মোহম্মদ সামি। এবং বাভুমার লো ক্যাচ নিয়েই শততম ক্যাচের মাইলস্টোন গড়েন কোহলি। ২৮ রান করে আউট হন বাভুমা। এবং কোহলি ঢুকে পড়েন দ্রাবিড়-টেন্ডুলকার-লক্ষ্মণদের এলিট ক্লাবে।

আইসিসির তরফ থেকে টুইট করে লেখা হয়, টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি ১০০ ক্যাচ পূর্ণ করলেন। তিনি ষষ্ঠ ভারতীয় ফিল্ডার, যিনি উইকেটকিপার নন এবং টেস্টে এই মাইলস্টোন অর্জন করলেন।

 

টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ (নন উইকেটকিপার) নেওয়া ক্রিকেটারদের তালিকা—

১. রাহুল দ্রাবিড় – ১৬৩ ম্যাচে ২০৯ ক্যাচ

২.ভিভিএস লক্ষ্মণ – ১৩৪ ম্যাচে ১৩৫ ক্যাচ

৩. সচিন টেন্ডুলকার – ২০০ ম্যাচে ১১৫ ক্যাচ

৪. সুনীল গাভাস্কার – ১২৫ ম্যাচে ১০৮ ক্যাচ

৫.মোহম্মদ আজহারউদ্দিন – ৯৯ ম্যাচে ১০৫ ক্যাচ

৬. বিরাট কোহলি – ৯৯ ম্যাচে ১০০ ক্যাচ

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন