কেন্দ্রীয় চুক্তিতেও পড়তে পারে প্রভাব

লাল আর সাদা বলের জন্য আলাদা চুক্তি করার বিষয়টি বাংলাদেশ ক্রিকেটে নতুনই বলা চলে। কেবলই পার হয়েছে এ রকম চুক্তির একটি বছর। নতুন বছরের চুক্তি করার আগে অবশ্য কিছুটা সময় নিচ্ছে বিসিবি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সাকিব আল হাসানের দুই বলের চুক্তিতেই অবলীলায় থাকার কথা ছিল। এখন ‘ছিল’ই বলতে হচ্ছে, কারণ পরিবর্তিত বাস্তবতায় ব্যাপারটি অন্য রকম কিছুও হতে পারে।

এপ্রিলে শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলতে না চাওয়া এই অলরাউন্ডার আইপিএলে খেলার অনুমতি পাওয়ার পর তেমন ইঙ্গিতই দিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘কেন্দ্রীয় চুক্তিতে অবশ্যই এর প্রভাব পড়তে পারে। কারণ যে খেলোয়াড় সব ফরম্যাটেই খেলবে আর যে টেস্ট খেলবে না, দুজনের চুক্তি তো নিশ্চয়ই এক হতে পারে না।’ সে ক্ষেত্রে সাকিবের সঙ্গে শুধুই সাদা বলের চুক্তি করলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

 

সুত্রঃ কালের কণ্ঠ