সোমবার , ২৭ মে ২০২৪ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কেনা পশুর বদলে অন্য পশু দিয়ে কোরবানি করা যাবে?

Paris
মে ২৭, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ

ধর্ম ডেস্ক :
কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি কোরবানির পশু কেনার পর সেটি নিজের জন্য রেখে দিতে চায়, কিংবা এ বছর রেখে দিয়ে পরের বছর কোরবানি করার নিয়ত করে এবং এ বছর এই পশুর পরিবর্তে অন্য কোনো পশু কোরবানি করে, তাহলে তা তার জন্য জায়েজ হবে।

কারণ, কোরবানির পশু নিজের জন্য রাখা জায়েজ। তাই এই পশু থেকে উপকার অর্জন যেমন দুধ খাওয়া এবং প্রসব হওয়া বাচ্চা রেখে দেওয়া— ইত্যাদি সবই জায়েজ।

তবে এক্ষেত্রে অবশ্য এ বিষয়টি খেয়াল রাখতে হবে, কোরবানির জন্য প্রথমেই নির্ধারিত পশুটি রেখে দ্বিতীয় যেই পশুটি কোরবানির নিয়ত করা হয়েছে, তা প্রথম পশুর সমমানের, বা তার চেয়ে উত্তম হতে হবে।

যদি এর থেকে কম মূল্যের হয়, তাহলে প্রথমটির থেকে দ্বিতীয়টির মূল্য যত টাকা কম হবে, তা দান করে দিতে হবে।

কিন্তু কোরবানি ওয়াজিব নয় এমন ব্যক্তি যদি কোরবানি করার জন্য পশু কিনে, তাহলে তার জন্য এই কোরবানি করা আবশ্যক। তাই হুবহু সেই পশুটি কোরবানি করা তার উপর আবশ্যক। সেই পশুটি রেখে দেওয়া তার জন্য জায়েজ হবে না।

আর এ ব্যক্তি যদি এ বছর আর কোরবানি করতে না চান, তাহলে তার জন্য কোরবানির দিন পার হওয়ার পর পশুটিকে দান করে দেওয়া আবশ্যক। তা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না।

সর্বশেষ - ধর্ম