কৃষ্ণসার হরিণ হত্যা মামলার শুনানি স্থগিত

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

কয়েক দিন আগেই বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ শিকারের দায়ে দোষী সাব্যস্ত হন বলিউড তারকা সালমান খান। সে সময় পাঁচ বছরের সাজার আদেশ দেন যোধপুর আদালত। দুই রাত কারাবাস শেষে জামিন পান সালমান। জামিন পেলেও আদালতে মামলাটি চলছে। গতকাল শুনানি থাকলেও তা স্থগিত করেছেন যোধপুর আদালত।

জিনিউজের খবরে প্রকাশ, আগামী ১৭ জুলাই পর্যন্ত মামলাটির শুনানিতে স্থগিতাদেশ দিয়েছেন যোধপুর আদালত। এই স্থগিতাদেশ শুনতে আদালতে হাজির হয়েছিলেন স্বয়ং সালমান। ১৯৯৮ সালের ১ ও ২ অক্টোবর যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের মধ্যে দুটি আলাদা জায়গায় দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন সালমান। রাজস্থানের কঙ্কানি এলাকায় গ্রামবাসী জানান, গুলির শব্দ শুনে তাঁরা সালমানের জিপসি গাড়িটিকে ধাওয়া করেছিলেন। সেই সময় মামলার অন্য আসামিরা গাড়িতেই ছিলেন। আর গাড়িটির চালকের আসনে ছিলেন সালমান। প্রবল গতিতে গাড়ি ছুটিয়ে পালিয়ে যান তাঁরা।

বর্তমানে ‘ভারত’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সালমান। ছবিটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পর আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তাঁরা। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে সালমান অভিনীত ‘রেস ৩’। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে ‘কিক’ খ্যাত তারকা জ্যাকলিন ফার্নান্দেজকে। এ ছাড়া ছবিটিতে আরো রয়েছেন অনিল কাপুর, সাকিব সেলিম, ডেইজি শাহ্‌। চলতি বছরের ঈদ সামনে রেখে ‘রেস ৩’-এর মুক্তি পাওয়ার কথা রয়েছে।