কৃষকদের তথ্যপ্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার আহ্বান রাষ্ট্রপতির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্থায়ী ও টেকসই কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষকদের তথ্যপ্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করতে কৃষিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়িতে আন্তর্জাতিক কৃষি সম্মেলন উদ্বোধনকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

আব্দুল হামিদ বলেন, ‘কৃষকরা যাতে পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে চলতে পারে সে জন্য তাদের কৃষি তথ্যপ্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহারে দক্ষ করে তুলতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য আমি দেশের কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী, সম্প্রসারণ কর্মীসহ সবার প্রতি আহ্বান জানাই।’

সূত্র: এনটিভি