কুয়েত পৌঁছেছেন নবনিযুক্ত রাষ্ট্রদূত আশিকুজ্জামান

কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান কর্মস্থলে এসে পৌঁছেছেন।

স্থানীয় সময় সোমবার বিকাল সাড়ে ৩টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান দূতাবাস কর্মীরা।

এ সময় বিমানবন্দরে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ আনিসুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মজিদ, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম খান, দ্বিতীয় সচিব নিয়াজ মোর্শেদ, কল্যাণ সহকারী মোহাম্মদ ফরিদ হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, সোনালি ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন মজুমদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুয়েতের কূর্তবা এলাকায় রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশে হাউসে করোনাকালীন সময়ে কুয়েত সরকারের নিয়ম অনুযায়ী ১০ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকবেন তিনি।

রাষ্ট্রদূত ২৩ আগস্টে বাসভবন থেকে দাফতরিক কার্যক্রম শুরু করবেন। রাষ্ট্রদূতের জন্মস্থান রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলায়।

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েতে বর্তমানে বিভিন্ন পেশায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি কাজ করছেন।

 

সূত্রঃ যুগান্তর