কুমিল্লা প্রমাণ করেছে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু ভোট সম্ভব

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রমাণ করেছে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। একমাত্র শেখ হাসিনাই পারে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে। ২০২১ সালে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনও হবে এই নির্বাচন কমিশনের অধীনে। সরকার শুধু নির্বাচনকালীন সময়ে সরকারি কিছু কার্যক্রম পরিচালনা করবে। নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো সুযোগ তাদের থাকবে না।

 

আজ শুক্রবার সকালে মাদারীপুরের ধুরাইল ইউনিয়নে একটি মসজিদ উদ্বোধন শেষে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, ধুরাইল ইউপির চেয়ারম্যান মজিবুর রহমান মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নৌমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সময়ে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করবে এটা আমরা নিশ্চিত করব। বিএনপি মাগুরা, মিরপুরের মতো নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করেছিল। ভোট কারচুপি করা, মানুষকে ভোটকেন্দ্রে আসতে না দেওয়া, প্রিসাইডিং অফিসার হত্যা করার কালচার চালু করেছিল বিএনপি। তা থেকে মানুষকে আমরা মুক্ত করেছি। আগামীতে আশা করি, সুষ্ঠু নির্বাচন হবে এবং সে নির্বাচনে জনগণ নৌকার পক্ষে ভোট দেবে।’

 

এ সময় নৌমন্ত্রী শাজাহান খান বলেন, জঙ্গিদের সঙ্গী হচ্ছে বিএনপি-জামায়াত। যখন শেখ হাসিনা জঙ্গি ও তাদের সঙ্গীদের মোকাবিলা করছে তখন তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা বলতে চাচ্ছে, এরা জঙ্গি নয়। জঙ্গিরা যখন আত্মঘাতী হয়ে মারা যাচ্ছে, যখন ক্রসফায়ারে মারা যাচ্ছে- তখন তারা প্রশ্ন করছে কেন তারা নিহত হলো বা তাদের হত্যা করা হলো। এই সমস্ত প্রশ্ন তুলে তারা মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। জঙ্গিদের আমরা মোকাবিলা করেছি এবং করব। জঙ্গিদের নির্মূল করেই আমরা শান্তি প্রতিষ্ঠা করব।’

সূত্র: এনটিভি