রবিবার , ২২ সেপ্টেম্বর ২০১৯ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ে বশেমুরবিপ্রবির ভিসির কুশপুত্তলিকা দাহ

Paris
সেপ্টেম্বর ২২, ২০১৯ ৪:৩০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের অপসারণের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়েছে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানানো হয়।

এ ছাড়া বশেমুরবিপ্রবির উপাচার্য নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

পরে মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ে মূল ফটকে এসে শেষ হয়।

মশাল মিছিলে সাংবাদিক সমিতির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এদিকে আজ রোববার উপাচার্য নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়েও মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

টিএসসির সামনে রাজু ভাস্কর্যের পাদদেশ অনুষ্ঠিত ওই মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত শনিবার সকালে উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে বহিরাগত সন্ত্রাসীরা। এতে শিক্ষার্থী তিনজন সাংবাদিক ও ৩০ জন শিক্ষার্থী আহত হন।

এদিকে বন্ধের দিনে ভিসি নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে ছাত্র আন্দোলন আজ রোববারও অব্যাহত রয়েছে।

সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীরা সে আদেশ না মেনে সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। ভিসির পদত্যাগের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ভিসি পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সর্বশেষ - শিক্ষা