কুমিল্লায় যাত্রীবাহী বাসে বিস্ফোরণ, ‍দুইজন নিহত

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি গৌরীপুর বাস স্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় গৌরীপুর বাস স্ট্যান্ড মোড়ে ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে। মুহূর্তের মধ্যে যাত্রীবাহী বাসে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনাস্থলে আগুনে পুড়ে মারা যাওয়া দুজনের শরীর সম্পূর্ণ ঝলছে গেছে। মরদেহ দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহত অপর ছয়জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলাম খান, দাউদকান্দি মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সূত্র : আমাদের সময়