কুনিও হত্যা মামলার রায়ের অপেক্ষা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।

 

রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে এ মামলার রায় দেওয়া হবে।

 

২০১৫ সালের ৩ অক্টোবর বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে নিজের আবাদ করা কোয়েল ঘাসের ক্ষেতে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত হোশি কুনিওকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় করা মামলায় কাউনিয়া থানা পুলিশ জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর মধ্যে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, ইসাহাক আলী, লিটন মিয়া, আবু সাইদ ও সাখাওয়াত হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে।

 

পলাতক ৬ আসামির মধ্যে সাদ্দাম হোসেন নামে এক জেএমবি সদস্য গত বছর ঢাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। বাকি পাঁচ আসামি এখনো ধরা পড়েনি।

 

রংপুর কেন্দ্রীয় কারাগারে আজ বন্দি পাঁচজনের উপস্থিতিতে রায় দেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

সূত্র: এনটিভি