শুক্রবার , ১৯ জুলাই ২০১৯ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কুতুপালং ক্যাম্পে ট্রাক উল্টে রোহিঙ্গা মা-ছেলে নিহত

Paris
জুলাই ১৯, ২০১৯ ১২:৪৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে এনজিও ফোরামের ইটবোঝাই একটি ট্রাক উল্টে রোহিঙ্গা নারী ও তার ছেলে নিহত হয়েছেন।

এ ঘটনায় তার কিশোরী মেয়ে গুরুতর আহত হয়েছে। তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ২নং ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাজেদা বেগম (৩২) ও তার শিশুসন্তান মো. কায়সার (২)।

কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কমিটির সেক্রেটারি মোহাম্মদ নুর জানান, সকালে এনজিও ফোরামের একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ঝুপড়ির ওপর উল্টে যায়।

এ সময় ভেতরে থাকা মো. আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম ও তার দুই বছরের শিশুসন্তান কায়সার ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।

আর গুরুতর আহতাবস্থায় আনোয়ারের কিশোরী মেয়ে রাজমিনকে (১৭) উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকচালককে আটক করেছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - জাতীয়