কুকুর পিটিয়ে হত্যা, দিল্লিতে অজ্ঞাতনামা দুজনের নামে মামলা

দিল্লির শাহদারা জেলার রোহতাস নগর এলাকায় একটি কুকুরকে ‘নিষ্ঠুরভাবে’ পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আর এমনই একটি অভিযোগে দিল্লি পুলিশ অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি লাঠি নিয়ে একটি পথকুকুরকে বেধড়ক পেটাচ্ছে। পুলিশ জানায়, তারা একটি অভিযোগ পেয়েছে। অভিযোগকারী শাহদারায় একটি খাবার দোকানের মালিক। অভিযোগকারী বলেন, গত বুধবারে আমি আমার মোবাইল ফোনে একটি ভিডিও দেখি। সেখানে দেখা যায় দুই ব্যক্তি একটি পথকুকুরকে লাঠি দিয়ে পেটাচ্ছে।

তিনি আরো বলেন, আমি জানি না এরা কারা। এ-ও জানি না ঘটনাটি কোথায় ঘটেছে। আমি পুলিশকে ফোন দিই এবং ঘটনা সম্পর্কে তাদের জানাই।

তদন্ত কর্মকর্তা জানান, আমরা অনুসন্ধানে নেমেছি এবং জানতে পেরেছি যে ঘটনাটি রোহতাস নগর এলাকার।

পরে পুলিশ জানায়, আমরা এর মধ্যেই ওই দুই ব্যক্তিকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি। তবে আমরা এখনো তাঁদের কোনো প্রশ্নের সম্মুখীন করিনি। তদন্ত চলছে। তাঁরা উভয়ই বয়োজ্যেষ্ঠ।

এ বিষয়ে শাহদারা জেলা পুলিশের উপকমিশনার আর সাথিয়াসুন্দরম বলেন, মারধরের পর প্রাণীটি আঘাতের কারণে মারা যায়।

 

সূত্রঃ কালের কণ্ঠ