কী রোমাঞ্চকর টেস্ট উপহার দিল ভারত-ইংল্যান্ড!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টেস্ট ক্রিকেট নাকি মরে যাচ্ছে! কমে যাচ্ছে আবেদন। মাঠে আর টিভিতে দর্শকসংখ্যার নিচু গ্রাফ; তরুণ দর্শক, এমনকি তরুণ ক্রিকেটারদের অনেকের মধ্যেই আগ্রহের কমতি; সাবেক ক্রিকেটারদেরই শঙ্কার সুর…এত এত নেতিবাচকতার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের সেরা এক বিজ্ঞাপন হয়ে থাকল এজবাস্টন টেস্ট। লড়াই-পাল্টা লড়াইয়ে জমজমাট ম্যাচে ভারতকে ৩১ রানে হারাল ইংল্যান্ড। সিরিজে এগিয়ে গেল ১‌-০ ব্যবধানে।

তীরে এস তরি ডুবল! বার্মিংহ্যামে স্বপ্নভঙ্গ ভারতের৷ বিরাট কোহলির উইকেট তুলে নিয়ে স্বপ্নের সওদাগর হয়ে উঠলেন বেন স্টোকস৷ ভারতীয় ইনিংসের ৪৭তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে এজবাস্টনে ভারতের টেস্ট জয়ের স্বপ্নে জল ঢেলে দেন স্টোকস৷ দুরন্ত হাফ-সেঞ্চুরি করে স্টোকসের বলে এলবিডব্লিউ হন ক্যাপ্টেন কোহলি৷ দু-বল পর শামিকে তুলে নিয়ে ভারতকে খাদের কিনারায় ঠেলে দেন ইংরেজ অল-রাউন্ডার৷ যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত৷ এজবাস্টনে ৩১ রানে প্রথম টেস্ট জিতে পাঁচ টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড৷

এজবাস্টনে জয়ের জন্য চতুর্থদিন ভারতের দরকার ছিল ৮৪ রান৷ হাতে পাঁচ উইকেট৷ ক্রিজে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ক্যাপ্টেন কোহলি ও দীনেশ কার্তিক৷ ভারতীয় পিচে এই রানটা ব্যাটসম্যানদের জন্য বিশেষ সমস্যা না-হলেও ইংল্যান্ডের আবহাওয়া ও পিচ কিন্তু বোলারদের মনে আশার সঞ্চার করে৷ ইংরেজ বোলাররা শেষ পর্যন্ত সেটাই করে দেখালেন৷ ম্যাচের সেরা ব্যাট ও বল হাতে সফল ২০ বছরের ইংল্যান্ড বোলার স্যাম কুরান৷ প্রথম ইনিংসে চারটি ৭৪ রানে চারটি এবং দ্বিতীয় ইনিংসে ১৮ রান দিয়ে একটি উইকেট তুলে নেন এই বাঁ-হাতি পেসার৷ বল ছাড়াও ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ৬৫ বলে ৬৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন কুরান৷

দিনের প্রথম ওভারের শেষ ডেলিভারিতে কার্তিককে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে ইংল্যান্ডের আশা বাড়িয়ে দেন জেমন অ্যান্ডারসন৷ দ্বিতীয় স্লিপে ডেউড মালানের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২০ রানে প্যাভিলিয়নের পথ ধরেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান৷ আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র ২ রান যোগ করে কার্তিকের উইকেট হারায় ভারত৷

দিনের প্রথম ওভারেই কার্তিকের উইকেট হারালেও বিরাট ও হার্দিক পান্ডিয়া ভারতের আশা দীর্ঘায়িত করে৷ স্বাভাবিক ছন্দে ব্যাটিং করে ভারতের লড়াই জারি রাখে কোহলি-পান্ডিয়া জুটি৷ কিন্তু ৪৭ তম ওভারে স্টোকসের বিষাক্ত ইনসুইং ডেলিভারিটা ভারতের সব আশা শেষ করে দেয়৷ প্রথম ইনিংসে একার কাঁধে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়া বিরাটের দ্বিতীয় লড়াই থেমে যায় হাফ-সেঞ্চুরির পরই৷ ১৮৫ মিনিট ক্রিজে থেকে ৫১ রানে থেমে যাায় বিরাটের লড়াই৷ তবে প্রথম ইনিংসের মতে দ্বিতীয় ইনিংসেও দলের সর্বোচ্চ স্কোরার ক্যাপ্টেন কোহলি৷ দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান পান্ডিয়ার৷ ব্যক্তিগত ৩১ রানে স্টোকসের বলে স্লিপে অ্যালেস্টার কুকের হাতে ক্যাচ দেওয়ার সঙ্গে ভারতের স্বপ্নভঙ হয়৷

১৯৪ রান তাড়া করতে নেমে ১৬২ রানে শেষ হয়ে যাায় ভারতের ইনিংস৷ পাঁচ টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্ট লর্ডসে৷ বৃহস্পতিবার থেকে ক্রিকেট মক্কায় সিরিজের প্রত্যাবর্তনের বিরাট স্বপ্ন নিয়ে নামবে কোহলি অ্যান্ড কোং৷

ইংল্যান্ড: ২৮৭ (রুট ৮০, অশ্বিন ৬৪/৪) ও ১৮০ (কুরান ৬৩, ইশান্ত ৫১/৫)

ভারত: ২৭৪ (বিরাট ১৪৯, কুরান ৭৪/৪) ও ১৬২ (বিরাট ৫১, স্টোকস ৪০/৪)

ম্যাচের সেরা স্যাম কুরান৷