কিশোরগঞ্জে ট্রাক্টরচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে সতাল নোয়ানগর এলাকায় বিপরীতমুখী ট্রাক্টরের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জ-চামড়া নৌ-বন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিটামন উপজেলার চারিগ্রামের কাছুম মিয়ার ছেলে মুক্তাদির ও আবদুল মান্নানের ছেলে রাজিব। এ ঘটনায় আহত ন্যায়ামতপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে জাহিদ, ইটনার জিতু মিয়ার ছেলে মনিরুল ও এরশাদ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, চারজন যাত্রী নিয়ে অটোরিকশাটি কিশোরগঞ্জ শহর থেকে চামড়া নৌ-বন্দরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক্টর চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। যাত্রীরা রাস্তার মাঝখানে ছিটকে পড়েন।

তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেলারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ জেলারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সজিব ঘোষ জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানিয়েছেন।