কিশোরগঞ্জে অর্ধকোটি টাকা আত্মসাতে কৃষি ব্যাংক কর্মচারী গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কিশোরগঞ্জে বিদেশ থেকে পাঠানো গ্রাহকদের ৫৩ লাখ ৬০ হাজার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে মিঠামইন কৃষি ব্যাংক শাখার কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর শিপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে মিঠামইন থেকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মোহাম্মদ আবদুন নূর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।শিপন মিয়া মিঠামইন উপজেলার কাটখাল গ্রামের মজলিশ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কৃষি ব্যাংক মিঠামইন শাখার ডাটা এন্ট্রি কম্পিউটার অপারেটর শিপন মিয়া প্রতারণা ও জালিয়াতি করে ২০১৭ সাল থেকে ২০১৯ সালের ২ এপ্রিল পর্যন্ত বিদেশ থেকে ৪৮ জন গ্রাহকের নামে পাঠানো ৫৩ লাখ ৬০ হাজার ১০ টাকা আত্মসাৎ করেন। বিষয়টি কর্তপক্ষের নজরে আসার পর বুধবার কৃষি ব্যাংকের কিশোরগঞ্জ জেলা শাখার মুখ্য ব্যবস্থাপক শফিকুর রহমান বাদী হয়ে মিঠামইন থানায় মামলা দায়ের করেন।

মিঠামইন থানার ওসি মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান, মামলাটি দুর্নীতি দমন কমিশন তদন্ত করবে।