কালো টাকার সন্ধ্যানে জম্মু কাশ্মীরে তল্লাশিতে এনআইএ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উগ্রপন্থীদের মদত দিচ্ছে কারা? বিছিন্নতাবাদের টাকা কোথা থেকে আসছে? সন্ত্রাসে মদতকারক টাকার উৎসের খোঁজে জম্মু-কাশ্মীরের শ্রীনগর, বারামুলা ও হান্ডওয়ারার মোট ১২টি স্থানে বুধবার সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷

এর আগে সাত জন বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতার করেছিল এনআইএ৷ তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সন্ত্রাসবাদী গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী গুলিকে টাকা জোগানোর৷ গত ৩০ মে এনআইএ-র পক্ষে থেকে জানান হয়েছিল, যে কাশ্মীরে অশান্তিতে তৈরি করতে জঙ্গিদের হাতে টাকা তুলে দিচ্ছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতারা৷ আর এই নেতাদের হাতে টাকা আসছে খোদ পাকিস্তান থেকে৷

টাকার উৎসের সন্ধান পেতে এর আগে একাধিক স্থানে তল্লাশি চালিয়েছিল এনআইএ তদন্তকারীরা৷ সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল নয়িম খান, ফারুক আহমেদ দার, আলতাফ আহমেদ শাহ, শাহিদ-উল-ইসলাম, পীর সইফুল্লা, রাজা মেহরাজউদ্দিন কালওয়াল নামের সাত বিচ্ছিন্নতাবাদী নেতাকে৷

যাদের মধ্যে আলতাফ আহমেদ শাহ আবার হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানির জামাই৷ এছাড়া বেশির ভাগের সঙ্গেই যোগ করেছে হুরিয়তের কোন না কোন শীর্ষ নেতার৷

এবার এদের জেরা করেই জম্মু-কাশ্মীরের বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷ জঙ্গীদের মদত দেবার, সেনাবাহিনীর দিকে ঢিল ছোঁড়ার মদত, টাকা কোথা থেকে আসছে তার প্রমাণ পেতেই এই তল্লাশি বলে জানান হয়েছে৷