কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে শীতার্তদের পাশে শুভসংঘ

নিজস্ব প্রতিবেদক:

তীব্র শীতে কাঁপছে রাজশাহী। কাঁপছে জনপদ। টানা শীতের দাপটে যেন স্থবির জীবন। ঘর থেকে যেন মানুষ ঠিকমতো বের হতেও পারছে না। দরিদ্র অসহায় মানুষরা ঘরে বসে থাকবেন-তারও যেন উপায় নাই। গরম কাপড়ের অভাবে ঘরেও ঠিকমতো ঘুমাতে পারছেন না অনেকে। আবার পেটের টানে তীব্র শীত অপেক্ষা করে দিনের বেলা কাজের সন্ধানেও বের হতে হচ্ছে তাদের। এই অবস্থায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে কালের কণ্ঠ’র পাঠক সংগঠন শুভসংঘ রাজশাহীর সদস্যরা।

কালের কণ্ঠের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভসংঘ রাজশাহী জেলা ও রাজশাহী কলেজের উদ্যোগে তিন দিনব্যাপী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত কালের কণ্ঠ রাজশাহী অফিসের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শুভসংঘ রাজশাহী জেলা কমিটির সভাপতি মুঞ্জুর রহমান খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনম মোজাম্মেল হক, রাজশাহী রিথিন এন্টার প্রাইজের পরিচালক তৌরিদ আল মাসুদ, কালের কণ্ঠ রাজশাহী অফিসের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, শুভসংঘ রাজশাহী কলেজ শাখার সভাপতি রাকিবুল হাসান, জেলা শাখার যুগ্ম-সম্পাদক শফিক আজম, নারীবিষয়ক সম্পাদক ইশরাত সাথী প্রমুখ।

শুভসংঘের রাজশাহী কলেজ শাখার সভাপতি রাকিবুল হাসান জানান, তিন দিনব্যাপী শীতবস্ত্র বিতরণের সময় প্রায় এক হাজার শীতার্তদের মাঝে কম্বলসহ বিভিন্ন কাপড় বিতরণ করা হবে।