কালবৈশাখীতে লণ্ডভণ্ড এফডিসি

চলচ্চিত্রের আতুর ঘর খ্যাত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। ঝড়ো হাওয়ায় হেলে পড়াসহ উপড়ে পড়েছে বেশ কিছু গাছ। ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছের ডালপালা আধাপাকা বিল্ডিংয়ের টিনের চালেও পড়েছে। শুধু গাছই নয়, এফডিসির বেশকিছু অস্থায়ী বোর্ড ও সাজসজ্জার ক্ষতি হয়েছে। মূল ফটকের সামনে রাখা প্লাইউডের বোর্ডগুলো ভেঙে পড়েছে।

কালবৈশাখী ঝড়ে ক্ষতির পরিমাণ কত হতে পারে তা স্পষ্ট ধারণা দিতে পারেননি বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সচিব নুজহাত ইয়াসমিন।

তিনি বলেন, ‘ঈদের ছুটি থাকায় প্রশাসনিক সবকিছু বন্ধ। সকালে নিরাপত্তা রক্ষীরা বিষয়টি আমাকে অবহিত করেন। বেশ কিছু বড় গাছ ঝড়ে উপড়ে পড়েছে। কতটা গাছ পড়েছে তাও বলা মুশকিল। তবে হেলে পড়া গাছগুলো ও ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ গাছগুলো সরিয়ে ফেলতে বলা হয়েছে। তবে ভেঙে পড়া গাছগুলো আপাতত সরানো হচ্ছে না।’

ক্ষয়ক্ষতির হিসাবের বিষয়ে তিনি জানান, ‘লকডাউন শেষ হলে, ক্ষয়ক্ষতির হিসাবটা বের করা হবে।’

সূত্রঃ সময়