কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে ১৩ মার্কিন সেনাসহ নিহত শতাধিক

কাবুল বিমানবন্দরের বাইরে পৃথক বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বাড়ছেই। এ দুই হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ জন মার্কিন সেনা আর ৯০ জন আফগানিস্তানের নাগরিক।

বৃহস্পতিবার বিমানবন্দরের বাইরে এ দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিক এবং ঝুঁকিতে থাকা আফগান নাগরিকদের ফেরানোর চেষ্টার মধ্যে এ হামলার ঘটনা ঘটল।

কাবুল বিমানবন্দরের অ্যাবি গেটের কাছে এবং বিমানবন্দরের বাইরে একটি হোটেলের সামনে বিস্ফোরণের ঘটনা দুটি ঘটে।

পেন্টাগন জানায়, বিস্ফোরণের ঘটনায় আরও ১৮ মার্কিন সেনা আহত হয়েছেন।

২০১১ সালের পর এটিই মার্কিন সেনাদের ওপর ভয়াবহ হামলা। যা দেশটিতে থেকে সেনা প্রত্যাহারের মাত্র পাঁচদিন আগে সংঘটিত হলো।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জি বলেন, আরও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে আইএস।

এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া হামলার বিষয়ে সতর্কতা জারি করেছিল।

 

সূত্রঃ যুগান্তর