কাবুলে মার্কিন হামলায় নিহতরা যুক্তরাষ্ট্রের জন্য কাজ করতেন

কাবুলে মার্কিন সামরিক বাহিনীর ড্রোন হামলায় একই পরিবারের ৬ শিশুসহ দশ জন নিহত হওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় ভুল’ হিসেবে দেখছেন অনেকে। বেসামরিক এসব মানুষের মৃত্যুর ঘটনা তদন্ত করবে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে, সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর ওপর মার্কিন ড্রোন হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে, এমন দাবির বিরোধিতা করা যাবে না।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওই হামলায় শিশু ছাড়া নিহত অন্য আফগান নাগরিকরা মার্কিন বাহিনীর জন্য কাজ করতেন। তারা যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্যও আবেদন করেছিলেন। নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এমনটা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রবিবার কাবুলে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় নিহত ওই ১০ জন একই পরিবারের সদস্য ও তাদের মধ্যে ৬ জনই শিশু। আইএস-কের আত্মঘাতি বোমা হামলা ঠেকাতে এ হামলা চালানো হয় বলে ওয়াশিংটনের দাবি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন