কাবুলে প্রথম সংবাদ সম্মেলনে যে প্রতিশ্রুতি দিল তালেবান

আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। রোববার প্রেসিডেন্সিয়াল প্যালেসসহ রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে পশ্চিমাসমর্থিত আশরাফ গনির সরকারকে উৎখাত করেছে তারা।

এরপর মঙ্গলবার প্রথমবারের মতো সংবাদ সম্মলনে হাজির হয়েছে তালেবান। এতে তালেবানের পক্ষে বক্তব্য রাখেন তাদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি জানিয়েছেন, আফগানিস্তানকে ‘মুক্ত’ করা হয়েছে। আর কারও বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়া হবে না।

তালেবান মুখপাত্র বলেন, আমরা এটা নিশ্চিত করতে চাই যে, কেউ আপনার দরজায় কড়া নেড়ে জানতে চাইবে না আপনি কেন তাদের সাহায্য করেছেন।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমরা ভেতর বা বাইরের কোনো শত্রু চাই না। আজকের এই সংবাদ সম্মেলনে অন্যান্য দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছে তালেবান।

সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ জোর দিয়ে বলেন, ইসলামি আইনের সীমার মধ্যে থেকেই নারীদের অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, সমাজে নারীর ভূমিকা বেশ সক্রিয় হবে। তবে সেটা ইসলামের সীমার মধ্যেই।

তালেবান মুখপাত্র আরও বলেন, আমরা কারও বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেব না। বরং সবাইকে ক্ষমা করে দিয়েছে তালেবান। কেউ আগের সরকার বা বিদেশি সরকার বা বাহিনীর সঙ্গে কাজ করে থাকলেও তাদের ক্ষমা করা হয়েছে।

 

সূত্রঃ যুগান্তর