কাবুলে দূতাবাস এলাকায় গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ৯

সিল্কসিটিনিউজ ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে বড় ধরনের গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে প্রাথমিকভাবে ৯ জন নিহত ও অন্তত ৯২ জন আহতের খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ।  স্থানটি দেশটির রাষ্ট্রপতিভবন ও বিদেশি দূতাবাসের খুব কাছাকাছি বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ জানান, জার্মান দূতাবাসে প্রবেশের মুখের কাছে সংঘটিত এ বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। তিনি বলেন, “জার্মান দূতবাসের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই এলাকায় আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দূতাবাস ও দপ্তর রয়েছে বলে জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ্আজ বুধবার সকালের এ বিস্ফোরণের পর রাজধানীর কেন্দ্রস্থলের জানবাক স্কয়ার এলাকাটি থেকে কালো ধোঁয়ার মেঘ উঠতে দেখা গেছে।

সম্প্রতি কাবুলে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। চলতি মাসের প্রথমদিকে ন্যাটো জোটের একটি সামরিক বহর কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাস অতিক্রম করার সময় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত আটজন নিহত হন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে।

এর আগে গত মার্চে কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে একটি সামরিক হাসপাতালে বন্দুকধারীদের হামলায় ৪৯ জন নিহত হয়।