বুধবার , ২১ নভেম্বর ২০১৮ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৫০

Paris
নভেম্বর ২১, ২০১৮ ১২:২৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৮০ জন। আহত অনেকের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবারএকটি ওয়েডিং হলে সমবেত মানুষের ভিড়ের মধ্যে বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা ও বিবিসি। হামলায় প্রথমে ৪৩ জনের নিহত হওয়ার কথা জানানো হয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন,  ওয়েডিং হলে ভিড়ের মধ্যে ঢুকে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ আহত অনেকের অবস্থা গুরুতর উল্লেখ করে বলেছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

সাম্প্রতিক মাসগুলোর মধ্যে কাবুলে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। তাৎক্ষণিকভাবে মঙ্গলবারের এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এর আগে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।

ঘটনাস্থল ইউরেনাস নামের ওই ওয়েডিং হলে রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। ওই হলের ব্যবস্থাপক জানিয়েছেন, হামলাকারী হলের মাঝবরাবর গিয়ে বিস্ফোরণ ঘটায়। এ সময় সেখানে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিল।

মোহাম্মদ হানিফ নামের এক ধর্মীয় শিক্ষক জানান, প্রচণ্ড শব্দে সেখানে বিস্ফোরণ ঘটে। এরপর লোকজন সাহায্যের জন্য চিৎকার করছিল। তাদের অনেকের শরীর ঝলসে যায়।

সর্বশেষ - আন্তর্জাতিক