কাবুলের মোড়ে মোড়ে তালেবানের তল্লাশি চৌকি

আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার তিন দিন পর বুধবার কাবুলের মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসিয়েছে তালেবান।

বিমানবন্দরে প্রবেশের সবগুলো মুখেই রয়েছে তালেবানের সৈন্যরা। ফলে যারা দেশ ছাড়তে চাইছেন তাদের তল্লাশি চৌকি পার হয়ে যেতে হচ্ছে। খবর বিবিসির

বিবিসি সংবাদদাতা মালিক মুদাচ্ছের জানিয়েছেন, বুধবার কাবুলের রাস্তাঘাট ফাঁকা দেখা যায়। রাস্তায় মানুষ ও গাড়ি কম।

তালেবান সদস্যরা জানিয়েছেন, তারা শহরের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন।

এ দিকে আফগানিস্তানে ফিরতে শুরু করেছেন তালেবানের শীর্ষ রাজনৈতিক নেতারা।

মঙ্গলবার কান্দাহারে ফিরেছেন তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা এবং জ্যেষ্ঠ নেতা মোল্লাহ আবদুল গানি বারাদার। তিনি তালেবানের রাজনৈতিক কার্যালয়েরও প্রধান।

আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার পর মঙ্গলবার কাবুলে গুরুত্বপূর্ণ এক সংবাদ সম্মেলনে কট্টরপন্থা পরিহারের ঘোষণা দেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেছেন তিনি। নারীদের কাজ ও শিক্ষার কথা, গণমাধ্যমের স্বাধীনতা, সন্ত্রাসীদের আফগানিস্তানের মাটি ব্যবহার করতে না দেওয়ার কথাও বলেছেন। তবে তাদের এই বক্তব্য দেশে-বিদেশে তাৎক্ষণিকভাবে গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না।