কানাডায় ঘাতক দল পাঠানোর অভিযোগ অস্বীকার সৌদি যুবরাজের

সৌদি আরবের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার জন্য কানাডায় ঘাতক দল পাঠানোর অভিযোগ নাকচ করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত সোমবার (৮ নভেম্বর) সৌদি যুবরাজের আইনজীবী তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজের আবদন করে জানায়, এমন কোনো প্রমাণ নেই যাতে প্রমাণিত হয় যে তিনি সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার জন্য কানাডায় ঘাতক দল পাঠিয়েছেন।

গত আগস্টে সৌদির নির্বাসিত সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি ১০৬ পৃষ্ঠার একটি মামলা দায়ের করেন। তিন বছর আগে তিনি সৌদি আরব থেকে পালিয়ে কানাডায় যান। হত্যাচেষ্টার অভিযোগে তিনি যুক্তরাষ্ট্রের আদালতে একটি মামলা করেছেন।

সৌদির সাবেক যুবরাজ মোহাম্মাদ বিন নায়েফের সাবেক সহযোগী ছিলেন সাদ আল জাবরি। ২০১৭ সালে এক প্রাসাদ অভ্যুত্থানের মাধ্যমে মুহাম্মাদ বিন নায়েফকে ক্ষমতাচ্যুত করে মুহাম্মাদ বিন সালমানকে ক্ষমতাসীন করা হয়।

জাবরি মামলায় অভিযোগ করেছেন, সেখানে তাঁকে হত্যার চেষ্টা চালানো হয়। তিনি অনেক গোপন তথ্যও জানেন। তাই তাঁকে হত্যা করতে চান সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

মোহাম্মদ বিন সালমান সৌদির কার্যত শাসক হিসেবে গণ্য। তিনি বলেছেন, জাবরি নিজের অপরাধ গোপন করার চেষ্টা করছেন। সৌদির যুবরাজ অবশ্য উল্লেখ করেছেন, রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি বিচার থেকে দায়মুক্তি পান।

৬১ বছর বয়সী জাবরি অনেক বছর ধরে সৌদির গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন। তিনি ২০১৭ সালে পালিয়ে কানাডায় যান। জাবরির দাবি, তাঁকে সৌদি আরবে ফিরিয়ে আনার জন্য বারবার চেষ্টা চালিয়েছেন যুবরাজ সালমান।

জাবরি বলেন, ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কে সৌদির সাংবাদিক জামাল খাসোগি হত্যার দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে তাঁকে হত্যার জন্য ঘাতক দল কানাডায় গিয়েছিল।

তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে জামাল খাসোগিকে হত্যা করা হয়। তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন। তাঁর নির্দেশেই খাসোগিকে হত্যা করা হয় বলে পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছেন সৌদি যুবরাজ।

 

সূত্রঃ কালের কণ্ঠ