কানসাট ইউপি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন: ৮ জনের বাতিল

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাইয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন উপজেলা নির্বাচন অফিস।

 

বাতিলকৃত ৮ জন প্রার্থী হল, ২নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মোসা. হালিমা খাতুন, ৩নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মোসা. রেখা খাতুন এবং ২নং ওয়ার্ড সাধারণ সদস্য প্রার্থী মো. আকরাম মিয়া, ৩নং ওয়ার্ড সাধারণ সদস্য প্রার্থী আবদুল মতিন, ৪নং ওয়ার্ড সদস্য প্রার্থী হাবিবুর রহমান ও মজিবুর রহমান, ৮নং ওয়ার্ড সদস্য প্রার্থী তফিকুল ইসলাম ও রুহুল আমিন।

 

যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়ছার মোহাম্মদসহ প্রার্থীরা।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়ছার মোহাম্মদ জানান, সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। আসন্ন কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার ২৮ মার্চ মঙ্গলবার, প্রতীক বরাদ্দ ২৯ মার্চ বুধবার এবং ভোট গ্রহণ ১৬ এপ্রিল রোববার। এ নির্বাচনে ২৮ হাজার ৬৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ’ ২ জন এবং মহিলা ভোটার ১৩ হাজার ৭শ’ ৬৭ জন। ভোটারগণ ১০টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

উল্লেখ্য, বর্তমানে চেয়ারমান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিস।

স/অ