কাটাখালীতে ১৮৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে ১৮৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশ, রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- কাটাখালী থানায় চর খিদিরপুর এলাকার জামু শেখের ছেলে নয়ন শেখ (৩৫), শ্যামপুর বালুঘাটের জামশেদের ছেলে রতন আলী (৩২)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ জানুয়ারি) ভোর তিনটার দিকে কাটাখালীর লতাবন এলাকার পদ্মানদী দিয়ে ইঞ্জিন চালিত নৌকায় করে ভারত থেকে দেশে পাচার করার সময় স্থানীয় দুইজন চিহ্নিত মাদক পাচারকারীসহ ১৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়।

নৌকাসহ আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২ লাখ ৫৫ হাজার ২২০ টাকা।

স/আ