শনিবার , ২৯ জানুয়ারি ২০২২ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কাঞ্চন-নিপুণের উপস্থিতিতে পুনঃরায় ভোট গণনা, এবারও জিতলেন জায়েদ

Paris
জানুয়ারি ২৯, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করেছিলেন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা অভিনেত্রী নিপুণ আক্তার। তাঁর আপিলের প্রেক্ষিতে আজ বিকেলে আবার ভোট গণনা শুরু করে আপিল বোর্ড। বোর্ডটির চেয়ারম্যান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। পুনঃরায় ভোট গণনার সময় উপস্থিত ছিলেন নিপুণ নিজেও।

তবে ভোট গণনা শেষে আগের ফলাফলই চূড়ান্ত বলে জানান নির্বাচন কমিশনার পীরজাদা হারুণ।

তবু সন্তুষ্ট নন নিপুণ। আগামীকাল সাংবাদিক সম্মেলন ডেকেছেন তিনি

নিপুণ ছাড়াও ভোট গননার সময় আরো উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান ও জয় চৌধুরী। তবে এই ফলে সন্তুষ্ট নন নিপুণ। তিনি আগামীকাল এফডিসিতে একটি সাংবাদিক সম্মেলন করবেন বলে জানিয়েছেন। নিপুণ বলেন, ‘আমি আজ এই ব্যাপারে কিছুই বলব না। কাল সাংবাদিক সম্মেলনে সবার সামনে প্রমাণ সাপেক্ষে সব কিছু তুলে ধরব। ’

আপিল বোর্ডের চেয়ারম্যান সোহান বলেন, ‘আগের ফলাফলই সঠিক আছে। নিপুণের ১৪টি ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। আমরা নিপুণকে সঙ্গে নিয়েই ভোট গুনেছি। তিনি চোখের সামনেই সব কিছু দেখেছেন। ’ এবারের নির্বাচনে কার্যকরী পরিষদে ১০টি ও সম্পাদকীয়তে ২৬টি ভোট অকার্যকর হয়েছে বলে জানান সোহান।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন