কলমাকান্দার সেই চিতার শাবক অবমুক্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নেত্রকোনার কলমাকান্দায় সেই চিতা বাঘের শাবককে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার রাতে বন প্রহরী কৌশিক রঞ্জন বিশ্বাস উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় ওই শাবককে অবমুক্ত করেন।

এর আগে মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক আহমেদকে সঙ্গে নিয়ে নেত্রকোনা বন বিভাগের বন প্রহরী কৌশিক রঞ্জন বিশ্বাসের কাছে চিতা বাঘের শাবকটি হস্তান্তর করেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের আবদুল মালেকের বাড়ির পেছনের কাঁঠাল গাছের ওপর চিতা বাঘের শাবককে দেখতে পেয়ে কৃষক সাইফুল এলাকাবাসীকে খবর দেয়।

পরে এলাকাবাসী একত্রিত হয়ে শাবকটিকে ধাওয়া করলে জঙ্গলের পাশে মঙ্গলেশ্বরী নদীতে শাবকটি ঝাঁপ দেয়। পরে এলাকাবাসী জালের মাধ্যমে শাবকটি আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।