বৃহস্পতিবার , ২৬ আগস্ট ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কলকাতা বিমানবন্দরে ৪২৫৮ কোটি টাকার তেজস্ক্রিয় পদার্থসহ আটক ২

Paris
আগস্ট ২৬, ২০২১ ১১:৩৪ অপরাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা বিমানবন্দর চত্বরের সামনে থেকে চারটি উজ্জ্বল পাথরের মতো পদার্থ উদ্ধার করেছে সিআইডি।

সন্দেহ করা হচ্ছে এগুলো শক্তিশালী তেজস্ত্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম। যার এক গ্রামের দাম ১৭ কোটি টাকা।

এয়ারপোর্টের কাছে যে পরিমাণ ক্যালিফোর্নিয়াম পাওয়া গেছে, হিসেব করে দেখা যাচ্ছে তার আনুমানিক দাম ৪ হাজার ২৫৮ কোটি ৫০ লাখ টাকা।খবর দ্যা হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকার।

চারটি ক্যালিফোর্নিয়ামের টুকরোর মোট ওজন ২৫০.৫ গ্রাম। সিআইডি জানিয়েছে, পাথরের মতো দেখতে ওই তেজস্ক্রিয় পদার্থ যাদের কাছে পাওয়া গেছে তারা দু’জনই হুগলি জেলার বাসিন্দা।

এক জনের নাম শৈলেন কর্মকার (৪১)। বাড়ি সিঙ্গুরে। আরেক জনের বাড়ি পোলবায়। নাম অসিত ঘোষ (৪৯)। কলকাতা বিমানবন্দরের সামনে বৃহস্পতিবার সকালেই গ্রেফতার করা হয় ওই দুজনকে।

পরে দুপুরে তাদের ব্যারাকপুরে আদালতে তোলা হয়।। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, আটকদের জিজ্ঞাসাবাদ করেই ক্যালিফোর্নিয়ামের কথা জানতে পারেন তারা।

আপাতত তেজস্ক্রিয় মৌলের টুকরোগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি সত্যিই তেজস্ত্রিয় মৌল ক্যালিফোর্নিয়াম কি না, তা জানতে গবেষণাগারে পাঠানো হচ্ছে।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক