কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মেসি!

মঙ্গলবার রাতে আচমকা এক ফ্যাক্সবার্তা যেন বোমা ফাটায় বার্সেলোনায়।

নিজের আইনজীবীকে দিয়ে ফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনা ছাড়ার ইচ্ছার কথা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন কাতালানদের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি।

কোথায় যাবেন মেসি? এখন এমন প্রশ্নই বিশ্বের ফুটবল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মেসির সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে ম্যানসিটি, পিএসজি, ইন্টার মিলান, ম্যানইউ ও জুভেন্টাসের নাম বাতাসে ভাসলেও সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ম্যানসিটির নাম।

এসব আলোচনা-বিশ্লেষণের ভিড়েই সোশ্যাল মিডিয়ায় দেখা গেল, কোনো ফুটবল ক্লাবের নয়; ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সি পরেছেন মেসি।

বুধবার দুপুরে কেকেআরের অফিসিয়াল টুইটারে পোস্ট করা একটি ছবিতে এমনই দেখা গেল।

সেখানে মেসিকে কেকেআরের জার্সি পরে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে– ‘মিস্টার মেসি, বেগুনি ও সোনালি জার্সি পরলে কেমন হয়?’

আর কেকেআরের সেই টুইটকে রিটুইট করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। গার্ডিয়ান লিখেছে– ‘বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের পর লিওনেল মেসি কোথায় যাবেন?’

এমন টুইট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শুরুতে অনেকের চোখ ছানাবড়া হয়ে গেলেও হালের সবচেয়ে বেশি চর্চিত বিষয়কে নিয়ে যে কেকেআর কর্তৃপক্ষ মজা করেছেন তা বুঝতে বাকি নেই কারও।

মূলত ফুটবলের রাজপুত্র কেকেআরের জার্সি পরেননি। ফটোশপের নিখুঁত কারসাজিতে তাকে পরানো হয়েছে।

 

সূত্রঃ যুগান্তর