কলকাতায় একদিনে ৪ চিকিৎসকের প্রাণহানি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চার চিকিৎসকের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজনই আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত রোগী সেবার সঙ্গে যুক্ত ছিলেন।

এ নিয়ে রাজ্যটিতে এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে অন্তত ২০ জন চিকিৎসকের মৃত্যু হলো।

চিকিৎসক সংগঠনগুলোর সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার জানিয়েছে, সোমবার প্রথম কোঠারি মেডিকেল সেন্টারের কার্ডিওলোজিস্ট তপন সিংহের মৃত্যুর সংবাদ পাওয়া যায়।

এরপর শ্যামনগর অঞ্চলের জনপ্রিয় চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য (৫৬) এবং চক্ষুরোগের চিকিৎসক বিশ্বজিৎ মণ্ডল (৬২) মারা যান।

এছাড়া সন্ধ্যায় বর্ধমানের একটি কোভিড হাসপাতালে সাবেক জেলা মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা প্রবীণ চিকিৎসক পি সি দে’র মৃত্যু হয়।

এদিকে স্বাস্থ্য দফতরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে ২ হাজার ৯০৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪১ জনের।

 

সুত্রঃ যুগান্তর