করোনা হাসপাতালে সাংবাদিক মাসুম মারা যাওয়ার পরেই রিপোর্ট এলো নেগেটিভ!

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী থেকে প্রকাশিত দৈনকি সোনালী সংবাদের চীফ রিপোর্টার ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য তবিবুর রহমান মাসুম আর নেই (ইন্নালিল্লাহে.. রাজেউন)। আজ রবিবার রাত সোয়া নয়টার দিকে তিনি করোনার উপসর্গ নিয়ে খ্রিস্টান মিশন হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যে হাসপাতালটিতে করোনার আইসোলেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে বা চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু মারা যাওয়ার আধা ঘন্টা পরে রামেক হাসপাতালের ল্যাবে পরীক্ষাকৃত নমুনায় ধরা পড়ে মাসুম করোনা নেগেটিভ ছিলেন।

অথচ সপ্তাহ খানেক আগে তিনি জ্বর-সর্দিতের আক্রান্ত হোন। এরপর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রবিবার রাত সোয়া নয়টার দিকে তিনি মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল জানান, সাংবাদিক মাসুম এবং তার স্ত্রী করোনা নেগেটিভ। কিন্তু উপসর্গ থাকার কারণে মাসুমকে খ্রিস্টান মিশন হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। রবিবার রাতে মাসুমের মৃত্যুর পরে সেই রিপোর্ট পাওয়া যায়। তাতে তিনি নেগেটিভ বলে নিশ্চিত হওয়া যায়।

স/আর