করোনা লণ্ডভণ্ড বিশ্ব, ভ্যাকসিন ছাড়াই মোকাবিলা করতে হবে ‌‌’‌‌সেকেন্ড ওয়েভ’

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এরই মধ্যে করোনাভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ (সেকেন্ড ওয়েভ) ভ্যাকসিন ছাড়াই মোকাবিলা করতে হবে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারণ ‘সেকেন্ড ওয়েভ’ চলাকালীন এই টিকা সবার কাছে পৌঁছাবে না।

সংবাদ সংস্থা এএফপির বরাতে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কার্যক্রম বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, করোনার ভ্যাকসিন বিতরণের ব্যাপারটিতে যেন কোনো বৈষম্য না রাখা হয়। শুধু তাই না কেউ কেউ টিকা একমাত্র সমাধান বিবেচনা করছেন। যদি টিকার উপর ভরসা করাই আমাদের একমাত্র সমাধান হয়, তাহলে আমরা করোনা ঠেকাতে পারবো না।

মাইকেল রায়ান সতর্ক বার্তা দিয়ে বলেন, উল্লেখযোগ্য হারে সবার কাছে টিকা পৌঁছতে আরও চার থেকে ছয় মাস সময় লাগবে। অথচ অনেক দেশে করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হয়েছে এবং তা চলবে। এই কারণে, করোনার ভ্যাকসিন ছাড়াই আমাদের দ্বিতীয় দফা সংক্রমণ মোকাবিলা করতে হবে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন