মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২০ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনা রোগীর সংস্পর্ষে গিয়ে রামেক হাসপাতালের ৪০ চিকিৎসক-নার্স কোয়ারেন্টাইনে

Paris
এপ্রিল ২১, ২০২০ ৭:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

করোনা রোগীর সংস্পর্ষে গিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসা সংশ্লিষ্ট ৪০ জন চিকিৎসক-নার্সসহ ওয়ার্ড বয় কোয়ারেন্টাইনে রয়েছেন। বাঘার এক রোগীর কারণে হাসপাতালের ৪০ জনকে কোয়াররেন্টাইরে পাঠানো হয়েছে। এর মধ্যে চারজন রাজশাহী পর্যটন মোটেলে রয়েছেন। কাল বুধবার ও বৃহস্পতিবার এসব চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের নমুনা সংগ্রহ করা হবে।

এর আগে বাঘার এক রোগী করোনা উপসর্গ নিয়ে রাজশাহী ডেমিক্যাল কলেজ হাসপাতালে আসেন চিকিৎসা নিতে। পরে তাকে নমুনা সংগ্রহ করে ওই রোগীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। বর্র্মানে ওই রোগী রাজশাহী আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাকে চিকিৎসা দিতে গিয়ে এবং পরস্পর সংস্পর্ষে থাকা সবমিলিয়ে ৪০ জনকে মঙ্গলবার কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, ‘গত ১৭ এপ্রিল ওই রোগী রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে তিনি দুদিন হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শেষে করোনা নিশ্চিত হওয়া যায় গত ১৯ এপ্রিল। এ কারণে এ দুদিনে ওই রোগীর সংস্পর্ষে যাওয়া ১৫ জন ইন্টার্নি চিকিৎসক, চারজন দায়িত্বরত চিকিৎসকসহ মোট ৪০ জন কোয়ারেন্টাইনে আছেন।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর

আপনার জন্য নির্বাচিত