করোনা রিপোর্ট না পেয়ে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে টুইট অভিনেত্রীর

হিন্দি সিরিয়াল ‘দিয়া আউর বাতি হাম’-এর তারকা দীপিকা সিং’র মা-বাবা থাকেন দিল্লিতে। সম্প্রতি করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন অভিনেত্রীর মা। পরীক্ষার ফল পজিটিভ হলেও হাসপাতাল কিছুতেই রিপোর্ট দিচ্ছে না!

আনন্দবাজার পত্রিকা জানায়, রিপোর্ট না থাকার কারণে মায়ের ওষুধও কিনতে পারছেন না দীপিকা। শেষে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইটে সমস্ত ঘটনা জানালেন।

ক্ষোভ উগরে দিয়ে দীপিকা লেখেন, “আমার মা-বাবা দুজনেই দিল্লির বাসিন্দা। বাবা পাহাড়গঞ্জের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় থাকেন। সম্প্রতি মায়ের কভিড-১৯ ধরা পড়েছে। এ দিকে কিছুতেই রিপোর্ট দিচ্ছে না লেডি হার্ডিং হাসপাতাল! বাবাকে ফোনে ছবি তুলতে দিয়েছে মাত্র। কীভাবে মায়ের চিকিৎসা করাব বুঝতে পারছি না। তাই আপনাদের হস্তক্ষেপ চাইছি।”

সব পরিচিতদেরও এ অঘটনের কথা সবিস্তারে টুইটে জানিয়েছেন দীপিকা। রিপোর্ট না থাকায় ৫৯ বছরের মাকে কোথাও ভর্তি করতেও পারছেন না তিনি।

দীপিকার দিল্লির বাড়িতে মোট ৪৫ লোকের বসবাস। রিপোর্ট জানার পরে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে সবার। ইতিমধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়েছে অভিনেত্রীর দাদির। বাবাও নাকি আক্রান্ত হয়েছেন। দীপিকা নিজেও বুঝতে পারছেন না, বাড়িতে থেকেও কী করে সংক্রমণ ছড়াল মায়ের শরীরে!

Deepika Singh Goyal

@deepikasingh150

My mom & dad are in Delhi. Mom has been diagnosed with Covid positive & Lady Hardinge hospital didn’t give reports only allowed my father to click its picture. I really hope the concerned personell are reading this and my mom there receives some relief. @ArvindKejriwal @PMOIndia

View image on Twitter
667 people are talking about this