করোনা: রাজশাহী এখন ফাঁকা নগরী

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী এখন ফাঁকা নগরীতে পরিণত হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে বন্ধ ঘোষণার পরে রাজশাহী নগরীর এমন চিত্র দেখা যায়। চিরচেনা রাজশাহীর সড়কে তেমন দেখা মিছলেনা মানুষের। দুই একটা মানুষ থাকলেও তারা প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না।

এখন সড়কে নেই কয়েকদিন আগের কলহ। প্রাণহীন নগরে পরিণত হয়েছে। যেনো জীবিকার তাগিদে আসা মানুষগুলো ফিরেছে নাড়ির টানে বাড়ি। ফাঁকা সড়কের চিত্রে বলে দিচ্ছে ঈদের ছুটি বিরাজের কথা। কারণ ঈদ ছাড়া এমন চিত্র চোখে পড়ে না এই নগরের।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় এমন ফাঁকা দৃশ্য দেখা যায়। শুধু সাহেব বাজারই নয়- নিউ মার্কেট, গোরহাঙ্গা, রেলগেট, ভদ্রা, তালাইমারী এলাকা বেশ ফাঁকা রয়েছে রাস্তাঘাট। করোনা ভাইরাসের অতঙ্কে ফাঁকা রেলস্টেশন এলাকায়।

এছাড়া রাজশাহীর বিভিন্ন বাজারগুলোর দোকানপাট বন্ধ রয়েছে। তবে ফার্মেসীগুলো কয়েকটা খোলা দেখা গেছে। ফার্মেসী থেকে বলা হচ্ছে- বেলা বাড়লে খুলতে পারে আরো ফার্মেসীগুলো। এছাড়া সড়কে যানবাহনের উপস্থিতি একেবারে কম।

নগরীর চৌদ্দপাই এলাকায় কথা হয় রিক্সা চালক সেলিমের সঙ্গে। তিনি বলেন, রাস্তায় লোকজন নাই। তাই ভাড়াও তেমন হচ্ছে না, কয়েকদিন থেকে।

স/আ